রক্তের ভিতর দ্রুতলয়ে মিশে যাচ্ছে
                 আপোষ
ঠাণ্ডা হতে হতে ভেতরে ডেকে ওঠে
ঘরকুনো টিকটিকি
পরতে পরতে চলে পরাজয়
সময়ের সাথে
বাকি কিছু আছে কি?
আশা অথবা সম্ভাবনা
যার জন্য উদ্বেলিত হবে
পুরনো রেসকোর্স
কিংবা অন্তত সান্ত্বনা
প্রেয়সীর ঠোঁট থেকে-
লিপিস্টিহিন চুমু
যার জন্য শয্যা একটু উষ্ণ হবে
রক্ত প্রস্তুত হবে খানিকটা
সংগ্রামে।
সংগ্রাম!
সে তো এখন গ্রন্থবদ্ধ । লেলিনের মত
জড় অক্ষর হয়ে ফোটে
কোকিলের ঠোঁটে। আদর্শ! বিপ্লব!
পেটুকের পেট থেকে বের হয় পোকা
রাত বাড়ে জেঁকে বসে
ঘিনঘিনে হিম
চারিদিক জড়সড় আফিমের ঘোর
আধুনিক অবিশ্বাস পেয়ে বসে।


রক্তের ভিতর দ্রুতলয়ে মিশে যাচ্ছে
              আপোষ
শূন্যস্থান চারিদিকে
উষ্ণ করার কেউ নেই!