বিষন্নতা পাখি হয়ে যাক
উড়ে উড়ে চলে যাক।
অন্তত বন্দি কবুতরের মতো আমার কাছে না থাকুক
চলে যাক,উড়ে উড়ে চলে যাক।
শুধু তুমি থেকে যাও,শুধু তুমি।
শুধু বিষন্নতা গুলো উড়ে যাক
বন্দি পাখি যেমন সুযোগ পেলেই পালিয়ে যায়,
সেভাবেই পালিয়ে যাক,কোনো বিপত্তি নেই,কোনো খাঁচা নেই।
না কোনো লোহার খাঁচা,না কোনো পিতলের শিকল।
পালিয়ে যাক বিষন্নতা,বেদনা
শুধু তুমি থেকে যাও শুধু তুমি।


পোষ মানা কবুতরের মতো থাকলেও ক্ষতি নেই।
কোনো দায়বদ্ধতা অনুভব করতে হবে না,অস্বস্তি লাগবে না।
তোমার পাখা আমি চিকন সুতা দিয়ে আটকে রাখিনি
তোমার পা দুটো আমি শিকলে বেঁধে রাখিনি।
তুমি স্বেচ্ছায় থেকে যাও,আমার সাথে থেকে যাও।


তাতে যদি অন্তত কনস্ট্রাকশন ক্যাম্পে নিরুকে চোখের সামনে গনধর্ষন করার কষ্ট হাওয়ায় মিলিয়ে যায়,
পাখির মতো উড়ে উড়ে হারিয়ে যায়।
তবে ক্ষতি কি?