আবার কথা হবে, ফাগুনের উৎসবে
প্রাণের কলরবে, দেহের অনুভবে।
ঘন হবে নিঃশ্বাস, বেড়ে যাবে বিশ্বাস
তুমি দিও আশ্বাস, করে যাবো উল্লাস!


করো গো সমর্পণ, দাও গো বিসর্জন
প্রাণের আস্ফালন, তোমার আমার উত্তরন!
এতো নয় অন্যায়, তবে কেন সংশয়?
বেড়ে যাবে প্রত্যয়, কেন করো অনুনয়?


আবার এসো ফিরে, আরো কাছে ধীরেধীরে
মিশে যাও শীরেশীরে, মিলে যাও অন্তরে।
দৃঢ় করো বন্ধন, করে যাও আলিঙ্গন
দাও ক্লান্তি বিসর্জন, কষ্ট সমূল উৎপাটন!


যাও কামনায় মেতে, চাওনা কাছে পেতে
আহা আজকে রাতে, নয় কাল প্রভাতে!
আবার পেছন ফিরে, আরো আপন করে
থাকো রাত্রি ভরে, বুকে আগলে ধরে!


যাওনা কথা বলে, আজকে পরান খুলে
প্রাণের দোলায় দুলে, লজ্জা যাওগো ভুলে।
এই ফাগুনের উৎসবে, নরম কোমল অনুভবে
দূরত্ব ঘুচে যাবে, আবার দেখা হবে।