বকছে সবাই আবোল তাবোল,
অনুসারী পেটাচ্ছে ঢোল।
করে যাচ্ছে যার যা খুশী,
কষ্ট টানছে সুখের রশি।


বাসর রাতের শব্দ দূষণ,
লজ্জা কই আর কারো ভূষণ?
তোমার চোখে আমার আলো,
ফর্সাকে কে তাই বলছ কালো?


ইচ্ছে খুশীর ডামাডোলে,
শৃঙ্খলা মগডালে ঝোলে!
লজ্জাবতীর লজ্জা বেঁচে,
দুঃখ রোপন অসংকোচে।


আধুনিকতা আঁকড়ে ধরে,
বেহাপনা আপন করে।
সেটাই যদি হয় সভ্যতা,
খুব স্বাভাবিক এ নগ্নতা।


নির্লজ্জতার চাকায় পিষে,
ইচ্ছে খুশী গেলে মিশে।
লজ্জা নিজে রাঙা লাজে,
আবোল তাবোল বকছে বাজে।


একই সরল রেখায় চলে,
সে নগ্নকে লজ্জা বলে।
করুণা হয় তোমায় দেখে,
রাখো নিজের লজ্জা ঢেকে।