কালকে রাতে স্বপ্নে চড়ে
গেছি আজব বাজারে,
পয়সা বীনে সব পাওয়া যায়
আজব ব্যাপার আহারে!


অফুরন্ত সূর্যের আলো
চারিদিকে ছড়ানো,
রাত্রি জুড়ে চন্দ্র হাসে
জ্যোৎস্না যে মন মাতানো।


হরেক রঙের হাজারো ফুল
ফুঁটে আছে বাগানে,
হৃদয় উজাড় করা ঘ্রাণে
ভ্রমরকে কাছে টানে।


ঝরনা ঝরে অঝর ধারায়
স্রোতে ভাসায় নদীরে,
সব সেখানে পয়সা বীনে
কি আনন্দ আহারে!


শুধু বাতাস পাইনি খুঁজে
ওইনা আজব বাজারে,
যেটা কিনা বাঁচিয়ে রাখবে
আর কিছু দিন আমারে।