ঢাকার বাসায় জল নেই তবু আছে ইন্টারনেট,
নর্দমা আর ময়লার গন্ধে ফুলে গেছে পেট।
ওয়াসার লেয়ার নীচে গেছে কলে আসে ময়লা,
চাপকল আছে পাশের বাড়ি গেটে ঝুলছে তালা।


গ্যাস নেই তাতে কি হয়েছে ডিসের লাইন ওকে,
গলির মাঝে কোমর পানি বেরোই রিকশা ডেকে।
একশো পারসেন্ট স্বাবলম্বী ফকির মিসকিন নাই,
রাস্তার মোড়ে প্রতিবন্দি ভিক্ষা করে তাই।


একশো টাকার এনার্জি বাল্ব কেটে গেল ঠাশ,
সেপটিক ট্যাংকে পাওয়া যাচ্ছে হাত পা বাঁধা লাশ।
সর্দি কাশি নিয়ে যদি হসপিটালে যান,
চেক আপ শেষে করবে ডাক্তার বিশাল অপারেশন।


মাথা ব্যথা নিয়ে যদি চিকিৎসাধীন মরে,
পোস্টমর্টেমে খবর আসে কিডনি নাই আহারে।
মোড়ে মোড়ে কারখানা তাও খাঁটি অষুধ নয়,
তাইতো বায়ুয় গন্ধ হলে বাইরে যেতে হয়।


বিদেশ যাবার পয়সা কড়ি নেই যে অভাগার,
হয় যদি গো দাতে জালা চোখ তুলে নেয় তার।
গ্যাস পানি নেই তবু আমার ফোর জি আছে বেশ,
ইন্টারনেট আর ডিশের লাইন ঠিক থাকলে ঠিক দেশ।