আমি কলঙ্ক ভালোবাসি, আমি বেশরম হতে চাই,
আমার সব কিছু কেড়ে নাও, ওই বুকেতে দাও ঠাই।
আমি চাইনা হতে সুখী, আমায় শুধুই কষ্ট দিও,
তোমার কান্না আমায় দিয়ে, আমার হাঁসি নিয়ে নিও।


আমার এই দেহে এই প্রাণে, তুমি জাগাও শিহরণ,
শুধু মধুর পরশ বুলাও, কোমল দেহে আজীবন।
আমার তৃষ্ণা যত আছে, আজ দাও মিটিয়ে দাও,
আমার লজ্জা ভেঙে দিয়ে, আরো কাছে টেনে নাও।


তোমার বুকে আগলে রেখে, শুধু প্রেমের ছোঁয়া দিও,
তুমি নরকবাসী হলেও, আমায় সঙ্গে করে নিও।
আমার একলা শীতের রাতে, তুমি জ্বেলো প্রেমের আগুন,
আমার অঝর বাদল দিনে, তুমি হয়ো প্রেমের ফাগুন।


লোকে মন্দ বলে বলুক, তুমি যা খুশী তা করো,
ভালোবাসো উজাড় করে, আপন করো আমায় আরো।
তোমার কিসের এতো ভয়? এতো লজ্জা কিসের আর?
প্রেমের অমৃত পান করো, দেখবে থাকবেনা ভয় ডর।


আমি সব কিছু যাই ভুলে, তুমি সামনে যখন আসো,
আমি দারুণ তৃপ্ত হই, যখন আমায় ভালোবাসো।
আমি বেশরম হতে চাই, আমায় বেহায়া বানাও আরো,
আমি কলংক ভালোবাসি, আমায় কলঙ্কিত করো।