আমি নিঃশেষ হয়ে গেছি
আসমান থেকে জমিনে পড়ে
শ্বেতপাথরের প্রাসাদ গড়ে
টিকে থাকার মিথ্যে স্বপ্ন বৃথাই দেখেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


মেকি রুপের  মায়ায় ভুলে
যন্ত্রনাকে কোলে তুলে
বুকের পাঁজর  টেনে খুলে
অশ্রু দিয়ে অথৈ ব্যাথার সাগর গড়েছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


অনুরাগের বৃষ্টি ঝড়ে
প্রেরণারা আছড়ে পড়ে
মিছেমিছি শুধু আশার ভুবন গড়েছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


প্রজাপতি পাখনা মেলে
মেঘের সারি শুন্যে দোলে
তাও সরিয়ে পূর্ণ চাঁদের  আলো খুঁজেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


বিষ মাখা এক তীরে ফুঁড়ে
যন্ত্রণাতে আছড়ে পড়ে
যুগে যুগে মুক্তি পাবার উপায় খুঁজেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


যত জ্বালায় জ্বলবে এ বুক
বাড়বে  তত সুখের অসুখ
ব্যাথার স্রোতে ভাসতে ভাসতে এটাই শিখেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


পরিতাপের অনুগ্রহে
অনুরাগের মাতাল মোহে
ছিন্নভিন্ন সপ্নগুলো জুড়তে লেগেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।


এসেছিলাম রিক্ত হাতে
ছড়িয়ে ধন রাত বেরাতে
শুন্য থেকে এসে আবার শুন্যে ভেসেছি।
আমি নিঃশেষ হয়ে গেছি।।