আমি নিষ্ঠুর হতে চাই,
তোমার সমাজে নমনীয়তা দেয়নি আমাকে ঠাই।
দিন রাত্রি খেটে,
শ্রমের মূল্য পাইনি আজো দুয়ারে দুয়ারে হেটে।


বিষম ক্ষুধার জ্বালায়,
বেঁচেছি দেহ বোঝেনি কেহ আমার করুন সময়।
ঘুরেছি পথে পথে,
নিঠুর ধোকার খেলা খেলেছে সকলে আমার সাথে।


ক্ষমা চেয়ে বার বার,
পেয়েছি সাজা করেছে সবাই আমায় ব্যবহার।
কবে পাব নিস্তার?
আমিও মানুষ নেই কেন তবে মানবিক অধিকার?


এসে থাকি যদি ভুলে,
কেউতো আমায় উপায় বল ঠাই পাব কোন কূলে?
হলে পৃথিবীর কেউ,
শান্তির ছোয়া কেন পাব না ভাসাবে ব্যথার ঢেউ?


পাইনি আজো ভেবে,
অবহেলিত আমার অধিকার কে ফিরিয়ে দেবে!
মেলেনি কোথাও ঠাই,
তোমাদের মত আমিও কঠিন নিষ্ঠুর হতে চাই!