ব্যাংকে কাড়ি কাড়ি টাকা,
তবু আমার পকেট ফাঁকা।
ঘর ভরেছি সোনা দানায়-
মেলেনা তিল ঠাই,
আমার আরো চাই আরো চাই!


চড়ি সবচে দামী গাড়ী,
মেঘের ও উপরে বাড়ি।
অসংখ্য দাস দাসী আছে-
তবু কিছুই নাই,
আমার আরো চাই আরো চাই!


খেতে খেতে সব খেয়েছি,
যা দেখেছি যা শুনেছি।
তবু আমার পেটটা খালি-
চরম খিদে ভাই,
আমার আরো চাই আরো চাই!


বন্দী করে সূর্যের আলো,
তাতে তাড়াই আঁধার কালো।
কিনারাহীন সমুদ্রতেও-
খুঁজে নিলাম ঠাই,
আমার আরো চাই আরো চাই!


জগত চালাই ঘরে বসে,
ভিন্ন গ্রহের বসবাসে।
পাতাল ফুড়ে তুলে নিলাম-
প্রয়োজন যা তাই,
আমার আরো চাই আরো চাই!


বেঁধে রাখতে বয়সটাকে,
ছুটে চলি কল্পলোকে।
অচল অসাড় দেহতে প্রাণ-
দিতে পারি নাই,
আমার আরো চাই আরো চাই!