আমার এ আসক্তি
তোমার ও বিভক্তি,
বিবেকের দংশন
কবে দিবে মুক্তি?


ফোঁটা ফুল সদ্য
ঝরে হল গদ্য,
কত আর বাঁজবে
বেদনার বাদ্য?


ব্যধি দুরারোগ্য
নয় উপভোগ্য,
প্রীতি মানদণ্ডে
আমি কি অযোগ্য?


কষ্টের ক্লান্তি
প্রাণের এ অশান্তি,
দূরীভূত হবে কবে
কবে পাবো শান্তি?


সামান্যে সস্তায়
বিশ্বাসে আস্থায়,
অভিযোগ কেন এত
কেন এত সংশয়?


নিয়তির পরিহাস
কষ্টের উল্লাস,
এই দেহ এই প্রাণ
রয়ে যাবে উপবাস?