সুযোগ হলে হাত ছাড়া,
উপস্থাপন মনকাড়া।
রেখে গেছে প্রাচুর্য,
অস্তমিত সে সূর্য।


মানবতার ক্রান্তি কাল,
সাহস হারা মনের বল।
মিথ্যা নামের ঐ অস্ত্র,
জগত করল বিবস্ত্র।


কে খোঁজে কার পরিচয়,
কলঙ্কিত অভিনয়।
ভেঙ্গে ফেলা খুব সহজ,
গড়ে তোলার নেই গরজ।


আমার আমার উঠল রব,
জোর দখলের মহোৎসব।
সাধারণের দীর্ঘশ্বাস,
স্বাধীন দেশের সর্বনাশ।


চারিদিকে অহংকার,
করছে সবাই তিরস্কার।
হচ্ছে না কেউ সংযত,
সবাই লোভে আসক্ত।