ভাবি যারে বিজ্ঞ
সেই বড় অজ্ঞ,
মুখোশের আড়ালে
আসলে অযোগ্য।


খুঁজি হয়ে হন্যে
পুজিবার জন্যে,
লোকালয়ে পাইনা
থাকে কি অরণ্যে?


তাঁরে করি বিশ্বাস
যে দেয় আশ্বাস,
বিজ্ঞই হবে যদি
কেন তবে পরিহাস?


বিজ্ঞে মহত্ত্ব
অসীম বীরত্ব,
দম্ভ অহংকারে
করে সে দাসত্ব।


রেখে তাঁরে আস্থায়
দুরুহ অবস্থায়,
পদদলিত হই
সয়ে যাই অন্যায়।