কারো পরে নেই কোন বিশ্বাস,
দিতে হয় তাই দেয় আশ্বাস।
বেহিসাবি ফেললেই নিঃশ্বাস,
সকলেই করে যায় পরিহাস!


বিশ্বাসে মেলে নাকি মুক্তি,
তবু কেন ভাঙে লোকে চুক্তি?
মানুষে মানুষে এ বিভক্তি,
শান্তনা দেয় নানা যুক্তি!


বিশ্বাস করা গেলে পরিমাপ,
হয়তো হত না এত পরিতাপ!
ভেজা চোখে কেউ দিলে অভিশাপ,
করতে হত না আর অনুতাপ!


বিশ্বাস ভেঙে করো উল্লাস?
এতো হল সাময়িক উচ্ছাস!
হয়ে গেলে সত্যের উদ্ভাস,
তাকে বলো নিষ্ঠুর পরিহাস!


বিশ্বাসে মনে দেয় স্বস্তি,
শত্রুর সাথে হয় দোস্তি।
ভেঙে তারে কেউ মারে মাস্তি,
তাই ভেদাভেদ ও বিভক্তি!