কখন আসে কার আবেদন
কার সাথে কোন রাত্রি যাপন,
হাসি মুখে কষ্ট চেপে
কখন কাকে করে আপন!


প্রাণের নাকি দেহের ক্ষুধায়
আপন ছেড়ে পরকে শুধায়?
ব্যর্থতাকে পুঁজি করে
সার্থকতার নিশান কোথায়?


প্রাণের দাবী বিপর্যস্ত
কিসের দায়ে অপদস্থ?
উজাড় করে মুক্তি চেয়ে
নিঃস্ব ঘরে রিক্ত হস্ত!


সুখ হয়েছে অচিন পাখী
ইচ্ছে তাঁরে বেধে রাখি,
দেহ দিয়ে সত্ত্বা দিয়ে
অবশেষে শুধুই ফাঁকি!


পরম শান্তির নিবেদনে
মাতম নেশার আবেদনে,
সব হারিয়ে একা পথে
ভীড়ের মাঝে নির্বাসনে!


বলতে শুনি কথার কথা
কবে হবে সেই মমতা?
দেহ আত্মা বিলিয়ে দিয়ে
খুঁজে পাবে সার্থকতা?