আমিতো সন্দিহান
খুঁজছি পরিত্রান,
দুঃখের ভেলায় ভেসে বেড়াই
সুখ করি সন্ধান।


অর্থ বিত্ত কত
দেখেছি শত শত,
দ্বিধাগ্রস্ত এই জীবনে
হয়েছি বিব্রত।


বন্ধু পেয়েছি
মিলেছে স্বজন,
অন্তরালে গিয়েছে চলে
দুঃসময় যখন।


এমনি জীবন সাথী
দেখেছে অসঙ্গতি,
সুদূর প্রান্তে হারিয়ে গিয়েছে
পেতে চেয়ে নিষ্কৃতি।


বার বার মনে হয়
হয়েছে পরাজয়,
ব্যর্থতাতেই সফলতার
বীজ বপিত হয়।


ব্যর্থ সত্ত্বা একা
এটাই ভাগ্য লেখা,
মুখ ফিরাবে একলা পথে
মিললে কারো দেখা।


তবুও সন্দিহান
সার্থকতা যখন,
বেপরোয়া গুনগান করে
হাজার বন্ধু সুজন।