শীতের শিশির না শুকাতেই এলো বসন্ত,
সৃষ্টি সকল পেলো খুঁজে সুখের সীমান্ত।
দখিন হাওয়া লাগতে গায়ে জাগলো শিহরণ,
ব্যপক উদ্দীপনায় ধরার বসন্ত বরণ।


ভ্রমর দেখে বেজায় লাজুক সদ্য ফোঁটা কলি,
আকাশ মেঘে প্রাণের কথা হচ্ছে বলাবলি।
পাগলা হাওয়ায় যখন প্রিয়ার আঁচল ওড়ে হায়,
দারুণ মোহে প্রিয় তখন স্বপ্নে ভেসে যায়।


জাদু মাখা ফাগুণ এলে মন বসেনা ঘরে,
সকাল সন্ধ্যা ডাকে কোকিল হৃদয় ব্যকুল করে।
প্রকৃতি এক নব বধূর সাঁজে সেজে রয়,
এমনি দিনে সঙ্গী ছাড়া কেমনে একা রয়?


হায়রে ফাগুণ জ্বাললি আগুণ বাড়িয়ে দিলি জ্বালা,
কি হয়ে যায় ভেতর জুড়ে যায়না মুখে বলা।
আলীঙ্গনের মাতাল মোহের অন্তর জুড়ে বাস,
তৃষ্ণা বেড়ে দ্বিগুণ হলো করলি সর্বনাশ।


মান অভিমান লজ্জা ভুলে এই ফাগুণের বেলা,
বাঁধ ভাঙা এক মোহের টানে প্রাণের মিলন মেলা।
হায় বসন্ত ফুলের ঘ্রাণে মাতালি এই ভুবন,
কামনার আগুনে জ্বলে করছি তোরে বরণ।