বসন্ত এসে গেছে শুনেছো নাকি?
কোকিলেরা বলছিলো কোকিলারে ডাকি!
শিহরণ জাগানো বায়ু বয়ে যায়,
চুপি চুপি কথা বলার এই তো সময়!


অলি আর ভ্রমরে কি যে ডলাডলি,
মনে জমা যত কথা হবে বলাবলি!
মেঘেরা আকাশ পানে যায় ধেয়ে যায়,
কালবৈশাখী নব যৌবন পায়!


কলকল ধ্বনিতে বয়ে যায় স্রোত,
শেষ রাতে কুয়াশায় ভেজে মেঠো পথ।
ঝোপের আড়াল হতে কে হেঁটে যায়?
এতো সুন্দরী সে কবে হলো হায়!


বসন্তে মাখামাখি এ লাবণ্য,
দর্শনে দু-নয়ন হলো ধন্য!
এই ঋতু কেন এতো বাসনা জাগায়?
দেহ অন্তর জুড়ে ঢেউ খেলে যায়!


কামনার যাতনায় জ্বলে যায় দেহ,
প্রিয় হয়ে এই দিনে আয় কাছে কেহ!
বসন্ত চলে যাবে আয় ওরে আয়,
ককিলেরা ডেকে ডেকে কোকিলারে কয়!