দেহের প্রতি মোহ কাটবে সবার যেদিন,
হৃদয় কেন্দ্রিক ভালবাসা মূল্য পাবে সেদিন।
বীণা উপভোগে কিসের ভালোবাসা?
দেহের ছোয়া পেলে জমে প্রেমের নেশা!


এমন ভাবনা যারা নিজের মনে পোষে,
না চাইতেই কষ্ট ভোগে আপন কর্ম দোষে।
প্রেমের তৃপ্তি প্রাণে দেহে কিছুই নাই,
দেহের মোহ কোনক্রমেই দেয়না প্রেমের ঠাই।


তবু লোকের মাঝে শুধুই দেহের নেশা,
ক্রমাগত হচ্ছে সবাই ভীষণ শরীর ঘেঁষা।
একের পর এক ভাঙছে তাই প্রেম নিত্য সুখের আশায়,
অপবিত্রতা দিচ্ছে ঢেলে পুণ্য ভালবাসায়।


ক্ষণিক সুখের আশায় একত্র দুই শরীর,
মোহ গেলে কেটে দূরত্ব হয় গভীর।
দেহের মোহে যারা কাল্পনিক ঘর বাঁধে,
ব্যাথার অভিশাপে সারাজীবন কাঁদে।


ধর্ম এবং সমাজ দেয় যাদের স্বীকৃতি,
কষ্ট হতে তারা পায় পূর্ণ নিষ্কৃতি।
ধন্য তাদের প্রেম পরিপূর্ণ আশা,
পবিত্রময় জীবন পুণ্য ভালোবাসা।