ব্যকুল মনের কল্পনা, ব্যর্থ হবার লাঞ্ছনা।
আবেগের শেষ প্রান্তে, দ্বিমতের বিভ্রান্তে।
পরাজিত প্রাণের গ্লানি, নাভিশ্বাসে টানা ঘানি।
স্বপ্নে ভাসে প্রতিচ্ছবি, আকাশ জুড়ে শোকের রবি।


দুর্বলতার প্রাদুর্ভাব, ক্লান্ত দেহের মহোৎসব।
জর্জরিত বিষণ্ণ, বার্ধক্যে এই তারুণ্য।
বিজ্ঞাপনে চমৎকার, কাকতালীয় রুদ্ধদার।
আসল খোঁজার অধ্যয়ন, ইচ্ছাকৃত সঞ্চালন।


মায়াকান্না ছদ্দবেশ, সহানুভূতি নিরুদ্দেশ।
সয়ে চলা অত্যাচার, গড়ে তোলে অহংকার।
অভ্যন্তরে বক্রতা, প্রাণে প্রাণে হিংস্রতা।
অনুভূতির যন্ত্রণা, আবেগ বেচে প্রার্থনা।


বীণা অশ্রুর ক্রন্দন, স্বার্থসিদ্ধি ততক্ষণ।
মানবতার প্রত্যাহার, দাবীদার আজ প্রশংসার।
আভ্যন্তরীণ কোন্দলে, সামাজিকতা জঙ্গলে।
প্রাধান্য পায় হিংস্রতা, নম্র বেশে নগ্নতা।


অন্তরায় আজ অজস্র, ইচ্ছে করেই বিবস্ত্র।
রুদ্ধ শাস্ত্র আনকোরা, আত্মশুদ্ধি প্রাণ ভরা।
সম্মিলিত মন্ত্রনায়, ধর্ম বর্ণ মূর্ছা যায়।
অত্যাধুনিক যে যন্ত্র, ধর্ম শেখায় সে মন্ত্র।