নাম তাঁর ডট কম,
সিগারেটে দেয় দম।
ধরে যায় ফিল্টার,
তবু টানে বার বার।


গুড়ো খর মিশিয়ে,
পান খায় চিবিয়ে।
কালো ঠোট হয় লাল,
গোঁফ দাঁড়ি ভরা গাল।


জর্দা আছে যত,
ডট কম খায় তত।
পক পক পিক ফেলে,
অবসরে তাস খেলে।


নজর ভালো না তাঁর,
অভিযোগ বার বার।
পাড়ার ভাবীরা দেয়,
ডট কম চেয়ে রয়।


দাঁত কেলিয়ে হাসে,
শেষ রাতে ঘরে আসে।
বউ করে বুয়া গিরি,
তাই খেয়ে বাহাদুরি।


বেকার কামাই কই?
তাই ঘরে হৈ চৈ।
সারাদিন শুয়ে থাকে,
সন্ধ্যায় তাসে ডাকে।