পেছনের দিনগুলো দারুনভাবে ভাবায় আমাকে,
কি অদ্ভুদ বন্ধনে আবদ্ধ জীবন আর আমরা।
কখনও ভাবার সুযোগই দেয়না আবেগি চেতনায়,
আবার কখনও ভাবনার নেই যেন কূল কিনারা।


বড় অদ্ভুদ লাগে ভাবতে মনে হয় চোখের পলকেই,
শিশু থেকে কিশোর কিশোর থেকে যৌবন।
সংসার সংসারের ঘানি টানা তার পর বার্ধক্য,
অবশ অসাড় পড়ে থাকা যৌবনের দুরন্ত দেহ।


কত দ্রুত সময় পেরিয়ে যায় যেন চোখের পলকের মত,
অবশ্য অন্যের ঘাড়ে বোঝা হয়ে বসার আগেই মৃত্যু ভাল।
মাথা নিচু করে জবাবদিহিতায় নির্বাক আমি,
চোখ রাঙ্গাই বজ্রকন্ঠে হুকুম করি কর্তা হিসেবে।


আবার চলে আসে মাথা নিচু করে কথা গেলার সময়,
যেন দেখতে দেখতেই কদম গাছটা আকাশ ছুয়ে যায়।
কোথায় যেন হারিয়ে যায় দুরন্তপনার হাসি খুশী সময়,
জীবনের যন্ত্রে পিষে জীবন নিজেই বেরিয়ে নেয় নির্যাস।


শুধু থেকে যায় পেছনের দিনগুলি ভাবনার বাতায়নে,
জীবনের আনন্দঘন মুহূর্তগুলো ঝাপসা মনে হয়।
আর বেদনাময় স্মৃতি গুলি ছবির মত ভাসে চোখের সামনে,
কখন যে ভোর হয় আবার আসে রাত জীবন নিজেই জানে না।