তুমি দুঃখ কি তা জানো?
সহজ সরল জীবন মাঝে,
সুখকে কেন টানো?


সুখের কি দরকার?
ঝামেলা হতে দূরে থাকো,
দুঃখ হবে পর।


সুখ কি খুঁজতে হয়?
কষ্টের নদী পেরুলেই তো,
খুশী জীবনময়।


খুন খারাবী সুখের জন্য,
লোভ লালসায়-
মানুষ পন্য!


আত্মত্যাগী সুখের আশায়,
সুখ রয়েছে-
খাটের তলায়।


দিবে জীবন বিসর্জন?
দিতে পারো তাতে যদি
দূর হয় ক্রন্দন।


দুঃখে কষ্ট হয়?
ব্যাথার সাগর পাড়ি দিয়েই,
শান্তি পেতে হয়।


সহজ পাওয়া সুখ,
খুব সহজে হারিয়ে যায়-
কষ্টে ভরে বুক!


মাথার ঘাম পায় ফেলে,
হাজার কষ্ট সয়ে তবে-
অশেষ শান্তি মেলে।


সে সুখ পেতে চাও?
দুঃখ কষ্ট সইতে তবে-
জলদি তৈরী হও।