ইতিহাস সাক্ষী তুমি দেশ রক্ষী,
ভাবো টের পায়নি কোন কাক পক্ষী?
কিন্তু সবাই জানে আইনের শ্লোগানে,
শত পাপ করে যাও কত ঘৃণা জনমনে!


ঝরিয়ে রক্ত করে যাও ব্যক্ত,
মাদকে আজ কাল তুমিও আসক্ত!
তোমাতে নির্ভর এ দেশের সরকার,
সব কিছু দিয়েছে যখন যা দরকার।


তবু দুটি টাকা পেতে কেন কর মহাপাপ?
ঘৃণাভরে দেয় লোকে তোমাকে অভিশাপ!
মানুষের সেবাতে হয়ে তুমি ন্যস্ত,
কেন ক্ষতি করতে তুমি আজ ব্যস্ত?


কত শত গালাগালি তোমাকে নিয়ে আজ,
কেন বেহায়া হলে নেই কি গো কোন লাজ?
তুমিও মানুষ ভাই রক্তে মাংসে,
নেই কেন সততা সামান্য অংশে?


সত্যকে চাপা দিয়ে করেছো যে অভ্যাস,
সেই অভ্যাসে জাতি হয়ে গেছে ক্রীতদাস।
আজীবন ইতিহাস দিয়ে যাবে সাক্ষ্য,
দুর্নীতি করেছো হয়ে নিরপেক্ষ।