ওই চাহনি বিষাক্ত,
হয় এ হৃদয় বিলুপ্ত।
হই কামনায় আসক্ত,
তাই কি তুমি বিরক্ত?


ভালবাসা সর্বনাশ,
ক্ষণিক সুখের দীর্ঘশ্বাস!
তুচ্ছ ভেবেই উপহাস,
গুরুত্বতেই স্বর্গবাস।


যাচ্ছে কমে তারুন্য,
তাই কি ভাবো নগন্য?
আজীবন কে অনন্য?
থাকবে ত্রুটি সামান্য।


একাগ্রতায় দু চিত্ত,
করলে দুয়ের দাসত্ব।
সেটাই প্রেমের বীরত্ব,
থাকলে ক্ষমার মহত্ত্ব।


ভালবাসার এ অধ্যায়,
দুটি প্রাণের সমন্বয়।
দীর্ঘস্থায়ী সে প্রত্যয়,
রুখবে প্রাণের অবক্ষয়।