তোমার দাম্ভিকতা
আমার বিষণ্ণতা,
লোকচক্ষুর আড়াল
দ্বয়ের একাগ্রতা।


যখন বিচ্ছিন্ন
কর্ম নগণ্য,
আসক্তিতে আচ্ছন্ন
তুমি অনন্য।


ক্ষণকালের জীবন
সার্থকতার দ্বারে,
কভু মৃত্যুসম
অসহ্য প্রহারে।


করুণ পরিস্থিতি
যখন সম্মুখে,
প্রশ্ন জাগে প্রাণে
উদ্ধার করবে কে?


তখন এসে তুমি
দেখাও দাম্ভিকতা,
জগত শান্তিময়
দ্বয়ের একাগ্রতা।