অরিত্রি তুই যাসনে চলে
আয়রে ফিরে আয়,
বাবাটা তোর ভুলেও কারো
ধরবে না আর পায়।


যা খুশী তা করিসরে তুই
ইচ্ছে মত চলিস,
বকবে না আর কেউ কখনো
যতই আসুক নালিশ।


বন্ধুরা তোর ক্লাসে বসে
মুখটা করে ভার,
কোন দিনও আসবেনারে
অরিত্রিটা আর।


অরিত্রিরে অরিত্রি তুই
যাসনে চলে একা,
দেখনা সবার ভুল ভেঙেছে
রাগ করিসনে বোকা।


আর একটি বার ক্লাসে ফিরে
আয়না অরিত্রি,
কাতর ছাত্র কাতর শিক্ষক
কাতর ধরিত্রী।