টিকে আছে ক্ষমতায়-
আরো থেকে যেতে চায়!
মুক্তির পথ চেয়ে জনতা,
কে দেশের ভাল চায়?
কে বা দেশ বেঁচে খায়!
দিনে দিনে বেড়ে চলে খরতা।


যারা আছে বিপরীতে-
আশা নিয়ে চেয়ে পথে!
ক্ষমতা পেয়েও পাওয়া হয় না,
দু দলের কোন্দলে-
দেশ যায় রসাতলে!
গণতন্ত্রের মান রয় না।


ঘুমিয়ে প্রশাসন-
ক্ষমতার প্রহসন!
নিষ্পাপ ভোগ করে দণ্ড,
গণতান্ত্রিক দেশ!
এই নিয়ে আছি বেশ!
হিংস্রতা করে সব পণ্ড।


অপরাধ থাকবে
প্রশাসন দেখবে-
এটাইতো হওয়া কথা নিয়মে,
অপরাধী হায়েনা-
কভু সাজা পায় না!
বিবেকটা মরে তাই শরমে।


ক্ষমতার লড়াইয়ে
অহমিকা বড়াইয়ে-
নামের উপর আছে গণতন্ত্র,
জনগণ সুখে রবে-
সেই নীতি কবে হবে?
এই আধারে খুঁজি সেই মন্ত্র।