এইতো সবার জীবন যাপন,
থাকবে সাথে সাদা কাফন!
এক মাত্র মৃত্যু আপন,
মরার আগে হাজার মরণ!


অবৈধ কে বৈধ করণ,
অন্ধ সেজে সুখের স্বপন!
আহার কেড়ে আপন ভোজন,
পুন্য নামে পাপের মোচন!


নিজে কে নিজের মহাজন?
দিন শেষে অরণ্যে রোদন!
স্বাধীন ভাবে বাঁচে কজন?
সবার সাথেই এক প্রহসন!


রুপ লাবণ্য দৃষ্টি নন্দন,
গায়ের জোরে বাঁধা বাঁধন!
অভিশপ্ত জন্মগ্রহণ,
মুক্তি পেতেই ডাকা মরণ!


জুটল কত বন্ধু স্বজন,
নিভৃতে আত্মীয়করণ!
প্রয়োজনে ডাকা যখন,
তখন যে তার আসতে বারণ!


অপূর্ণ রয় সব প্রয়োজন,
শান্তনা দেয় তাই আয়োজন!
বুকের মাঝে দুঃখের দহন,
এমনি ভাবে জীবন যাপন!