যুদ্ধ করি নিজের সাথে
ভাগ্যের সাথে নয়,
লড়াই করে চাইছি শিখতে
কেমনে বাঁচতে হয়।


আঁধার রাতে একলা পথে
বিনা আলোয় চলা,
প্রাণের আপন লোকের সাথে
কষ্ট খুলে বলা।


বারে বারে যায় হয়ে যায়
সুযোগটা হাতছাড়া,
হাজার কষ্টে অশ্রু ঝরে
ভীষণ কাজের তাড়া।


সব বিপত্তি পার হতে চাই
আসুক যতই বাঁধা,
রোষানলের হিংস্র থাবায়
রঙিন জীবন সাদা।


ভাগ্য তবু হাতছানি দেয়
স্বপ্ন দেখি জেগে,
হারের পরে হার মেনেও
আছি পিছে লেগে।


জীবন হলে যুদ্ধের নাম
মৃত্যু পরাজয়,
মরার আগে এই জীবনে
হাজার মৃত্যু হয়!


তবু যেন হয়না শেখা
সঠিক ভাবে বাঁচা,
পরাজয়ই প্রমাণ করে
বুদ্ধি বিবেক কাঁচা।


মুক্তির আশায় সারাজীবন
থেকে অবরুদ্ধ,
বিজয় পেতে যাই করে যাই
আমৃত্যু যুদ্ধ।