জীবন কত কঠিন,
বুঝতে পেরেছি সে দিন!
খুশীর চোখে প্রথম আমি,
অশ্রু দেখেছি যে দিন!


করতে চেয়েছি সহজ,
প্রাণপণ কত গরজ!
প্রতি পদে পদে আঘাত সয়ে,
ক্ষত বিক্ষত মগজ!


আহারে সুখের জীবন,
হাজারো বন্ধু সুজন!
মানিক রতন সবই মেলে
অর্থ বিত্ত যখন!


দুয়ারে দাঁড়ালে অভাব,
বিকৃত সৎ স্বভাব!
শুধু পর নয়, আপন মাঝেও,
লক্ষ্য করেছি প্রভাব!


হৃদয়ে রক্ত ঝরে,
অশেষ ধৈর্য ধরে!
ব্যথার মাঝেও সুখের বসত,
অভাবী প্রাণের ঘরে!


হাসবে কষ্ট যে দিন,
দুঃখ হবে বিলীন!
হাজার ব্যথা বেদনার মাঝে,
শান্তি রবে সীমাহীন!