যে করে অন্যায়
তার মনে রয় ভয়,
জীবনের অর্থ
বুঝতে সে ব্যর্থ।


যত তার শক্তি
মিথ্যা উক্তি,
সত্যের উদ্যান
করেনি সে সন্ধান।


ক্ষমতার দাপটে
ন্যুনতম হোঁচটে,
হয়ে নৃশংস
অবশেষে ধ্বংস।


সকলের অভিশাপ
করবেনা কেউ মাফ,
মাঝখানে বেড়ে যায়
মানবিক উত্তাপ।


শত তার শর্ত
ভাবে বিমূর্ত
বুঝতেই চায়নি
জীবনের অর্থ।