শব্দের যাদুতে মন চায় বাঁধিতে,
প্রান চায় হাসিতে তবু হয় কাঁদিতে।
শুধু এই সংশয় যদি হয় অভিনয়,
তাই প্রানে ভয় ভয়  দৃঢ় তবু প্রত্যয়।


ক্ষুদ্র এ জীবনে ও চোখের চাহনে,
এ প্রানের দহনে ও দেহের গড়নে।
ঢেকে রাখা লজ্জায় শান্তিরা ভেসে যায়,
ব্যথাতুর এ  হৃদয় অপলক চেয়ে রয়।


শুধু তার স্মরণে ছন্দের গড়নে,
হেলেদুলে চলনে ইশারায় বলনে।
মনপ্রাণ গলে যায় সপে দিতে মন চায়,
মুখ ফুটে যদি চায় দিয়ে দিই প্রাণ হায়।


কি সুখের সন্ধানে চুপিসারে আনমনে,
গেথে রাখা এই প্রানে বিধাতাই শুধু জানে।
স্বপ্নেই পরিচয় স্বপ্নেই কথা হয়,
প্রাণ জুড়ে দেহ ময় শিহরণ সে জাগায়।


মন চায় বাধিতে শব্দের যাদুতে,
ঝি ঝি ডাকা সে রাতে কি'বা রাংগা প্রভাতে।
বাসনারা প্রাণময় জেগে থাকে তৃষ্ণায়,
তবু মনে ভয় হয় যদি হয় অভিনয়।