ডাকে নাক কাঁপে পাড়া
ভুঁড়ি ছোঁয় আকাশে,
জগা দা ঘুম যায়
দখিনা বাতাসে।


নাকে আঙুল দিয়ে
বের করে ময়লা,
চক চকে সাদা দাঁত
রোজ মাজে কয়লা।


চিনি ছাড়া চা খায়
বেশ বড় আওয়াজে,
থু থু ছেড়ে কথা কয়
গন্ধটা কি বাজে!


তিন মাস কাচে না
ঘামে ভেজা জামাটা,
দাঁড়ি গোঁফে একাকার
ঢেকে গেছে মুখটা।


নখ গুলো বড় বড়
মনে হয় ডাস্টবিন,
পিক দিয়ে ঘর ভরে
বউ বকে প্রতিদিন।