জৈবিক চাহিদার প্রয়োজনে
অতিরিক্ত সুখ অন্বেষণে,
বিকল্প ভ্রমরের গুঞ্জনে
জ্বলে অগ্নি পুস্পবনে।


সজ্জিত শান্তির উৎখাত
অবৈধ কামনার উৎপাত,
আগ্রাসী মাদকতায় উন্মাদ
পদতলে অফুরান সম্পদ।


সুখ সুখ হুঙ্কার অন্তরে
সর্বস্ব হারা সংসারে,
অপবিত্রতা প্রাণে ভর করে
সঞ্চিত সব অন্যের তরে।


ধূলিসাৎ হলে মান সম্মান
সাময়িক বাসনার স্পন্দন,
নিত্য নতুনের আহ্বান
অবিরাম সম্ভ্রম লুন্ঠন।


সর্বদা প্রাণ বিস্তীর্ণ
শরীরটা হল জরাজীর্ণ,
কাংখিত লক্ষ্যই স্বর্ণ
কামনা মানেনা জাতি বর্ণ।