জঙ্গীবাদের ব্যাখ্যা
অন্তরে লাগে ধাক্কা,
কোমলমতি নিষ্পাপীরাও
পাচ্ছে না আজ রক্ষা।


অসহ্য যন্ত্রণায় জ্বলে
অধিকারের প্রশ্ন,
গুম হবে বা খুন হবে বা
পঙ্গু বেডে রুগ্ন।


ওদের ঘৃণ্য ষড়যন্ত্রে
বিলুপ্ত সৎ প্রতিভা,
জঙ্গীবাদ দমনের নামে
স্বৈরাচারের কাল থাবা।


ন্যায্য দাবীর শ্লোগান দিয়ে
হয় যদি কেউ জংগী,
নিপীড়িত লোকের পাশে
থাকবে কে আর সঙ্গী?


সদ্য যদি বন্ধ না হয়
মানব হত্যার অভিযান,
নিশ্চিতভাবে সফল হবে
স্বেচ্ছাচারীর অভ্যুত্থান।


নিরপরাধ লোকের ঘাড়ে
নৃশংসতার অপবাদ,
মিথ্যা অভিযোগের ক্রোধে
চলছে বেড়ে এ সংঘাত।


ধরলে পাল্লা ন্যায় বিচারের
ছেড়ে মিথ্যা ভঙ্গী,
গণতন্ত্রই বলে দিবে
কে প্রকৃত জঙ্গী।