যদি তুমি মেনে নাও, তবে তুমি বেশ,
যদি রুখে দাঁড়ালে, তবে তুমি শেষ!
সয়ে যাও নীরবে, সব অনাচার,
প্রতিবাদ করলে, ক্ষমা নাই আর।


নিঃশেষ হয়ে যাও, তুমি তিলে তিলে,
রাষ্ট্রের সব ধন, খাক ওরা গিলে।
চিকিৎসা শিক্ষা, নয় মন মত?
ভুলে যাও, ওই দিন হয়ে গেছে গত।


যেই দিন এই দেশে, ছিল সু-শাসন,
হক কথা বলতে, ছিল না বারণ।
স্বাধীনতা ছিল, ছিল সমান অধিকার,
ছোট বড় সকলের, ছিল সমাদর।


শাসনের নামে আজ, চলছে শোষণ,
জনসেবা নামে চলে, উদর ভোজন।
মা বোন ভয়ে ভয়ে চলে রাস্তায়,
ধর্ষণ হত্যা, প্রতি ক্ষণে হয়।


বাক স্বাধীনতা যদি, নেয় কেউ কেড়ে,
বঞ্চিতের সংখ্যা, দিন দিন বাড়ে।
অনিয়ম পুষে রেখে, নীতি কথা বলা,
মিথ্যা অজুহাতে, নানা ছলাকলা।


দুর্নীতি ঠেকাতে, প্রতিবাদী হলে,
জেনে নাও নিশ্চিত, যাবে তুমি জেলে।
নিভৃতে কাঁদো কেন? তুমি নিরুপায়!
প্রতিবাদে ঝড় তোলো, তবে হবে জয়।


যদি তুমি চুপ থাকো, সব হবে শেষ,
একদিন দেখবে, নেই এই দেশ।
রক্তের বিনিময়ে, পাওয়া স্বাধীনতা,
পরাধীন জনগণ, বুক ভরা ব্যাথা।


প্রতিবাদ প্রতিবাদ, করো প্রতিবাদ,
আর কত ভয় পাবে? ওরে নির্বোধ!
তুমি ভয় পাও তাই, ওরা সাহসী,
নিজ দেশে তাই তুমি, আজ বিদেশী!