কে কার সঙ্গী দেখি নানা ভঙ্গী,
সরল এই পৃথিবী আজ শত রঙ্গী।
কে কার তরে মরে কে কার হাত ধরে,
রাত্রির আধারে কে শোয় কার ঘরে?


আহতের ক্রন্দন নিহতের বন্ধন,
জীবিত খুঁজে মরে মৃতের স্পন্দন।
বাজারের সস্তায় মাজারের আস্থায়,
নির্ঘুম রাত্রি হেঁটে চলে রাস্তায়।


থেকে অধীনস্ত হয়ে অভ্যস্ত,
ঘর ছেড়ে পরবাসে সবে ব্যতিব্যস্ত।
আজ শুধু সম্বল পেট ভরা অম্বল,
চিকিৎসা নিতে যায় ঘটি বাটি কম্বল।


যার সাথে পাকা কথা তাঁর মনে দিয়ে ব্যাথা,
আবেগের মোহে পড়ে অজানায় গোজে মাথা।
দোষ শেষে ভাগ্যের কি আছে আর অজ্ঞের?
প্রতিহিংসার বানে ভেসে তবে পায় টের।


খুঁজে বিকল্প আয়ু হয় স্বল্প,
হাসি রচনা করে কান্নার গল্প।
সবুজ এই উদ্যান কে কার সন্তান,
বৃদ্ধাশ্রমে গেলে মেলে তাঁর সন্ধান।


দিয়ে সব শক্তি মিছে পাওয়া ভক্তি,
দিনরাত খুঁজে ফেরে মানবতা মুক্তি।
যার প্রতি সব ঘৃণা সে শোধ করে দেনা,
কলহের জের ধরে আপন ও অচেনা।


ধুকে ধুকে সত্য কেঁদে মরে নিত্য,
হাতে হাতে বদলায় চুরি করা তথ্য।
হয়ে নানা রঙ্গী দিয়ে নানা ভঙ্গী,
কষ্ট হতে চায় শান্তির সঙ্গী।