কিসে তুমি আনন্দ পাও, কিসে তোমার সুখ?
কোন সে মধুর পরশ পেলে, ভরবে তোমার বুক?
তোমার প্রাণে কষ্ট জমা, সাগর পরিমাণ?
কোথা হতে কি এনে দিলে, পাবে পরিত্রাণ?


প্রাণে জমা চিন্তা গুলো, কিসে মুক্তি পাবে?
কোন সে নদীর স্রোত তোমার ওই, কষ্ট ধুয়ে দিবে?
কে বুলাবে কোমল দেহে, মিষ্টি মধুর পরশ?
নানান ভীতি ভয়ের মাঝে, কে যোগাবে সাহস?


কার নয়নের আলোয় তুমি, দেখবে পৃথিবী?
পূরণ করবে কে অসময়, অবান্তর সব দাবী?
আদর করে মুছে দিবে কে, কাঁদলে চোখের জল?
কার হাতে হাত রেখে তুমি, হয়ে যাবে চঞ্চল?


একলা রাতে বিছানাতে, হলে স্বপ্ন ভঙ্গ,
সেই সে নিঠুর একাকীত্বে, কে দিবে গো সঙ্গ?
প্রাণে যখন ব্যথার দহন, অসীম হয়ে জ্বলবে,
কে তোমার ওই দেহের উপর, শীতল হয়ে গলবে?


তোমার মনের কষ্টগুলো, জানো কি কে বুঝবে?
ভীড়ের মাঝে হারিয়ে গেলে, কে তোমাকে খুঁজবে?
স্বজনের ভিড় তুমি জুড়ে, যখন অনেক অর্জন,
দুঃখের দিনে আমি ছাড়া, করবে কে গো আলিঙ্গন?