কাঁদাতে তো সবাই পারে
অশ্রু মোছে কজন?
দুর্দিন এলে যায় গো চেনা
কে শত্রু কে আপন!


নেমে আসলে আঁধার সবাই
আলোর কথা ভাবে,
উজ্জলতার মাঝে আলো
কদর পেয়েছে কবে?


তেষ্টা ভীষণ হলে বুঝি
পানির মূল্য কত,
অপচয় তবু অঝর ধারায়
ঝরে যায় অবিরত।


আনন্দ যার সঙ্গী সাথী
বোঝেনা সে বেদনা,
অশ্রু ঝরে যার নয়নে
সে বোঝে কি যাতনা!


যার রয়েছে স্বজন অনেক
বুঝবে কেমন করে?
একলা হয়ে গেলে কেন
অশ্রু শুধু ঝরে!