ক্ষমার ও অযোগ্য করি আমি অপরাধ,
প্রাণে মেরে দেই যারা করে তাঁর প্রতিবাদ।
একমুখী স্রোত আজো একই ভাবে বয়ে যায়,
নিরুপায় জনগণ প্রাণ ভয়ে চুপ রয়।


সত্যকে চাপা দিয়ে ততদিন রাখা যায়,
যতদিন বিবেকের জাগরণ না হয়।
আঁধার আছে বলেই তো আলোর এত মূল্য,
কোন কিছু নয় সত্যের সমতুল্য।


তুচ্ছ এ পৃথিবীতে কেউ চিরজীবী নয়,
আমার অবিচার শুনে গার লোম খাড়া হয়।
না বোঝার ভান করে মায়াজালে জড়িয়ে,
সাময়িক সুখ লোভে প্রাণ নেই ছিনিয়ে।


প্রতিহত করার আগে বিবেচনা প্রয়োজন,
কোনদিন বলে কি তা ভাড়া করা গুণীজন?
আবেগের রায় শুনে তা বুঝে নিতে হয়,
আমিও সয়েছি কত অবিচার অন্যায়।


লাশের মিছিলে আমি ভরে দেই রাজপথ,
দেয়ালে ঠেকেছে পীঠ তাই পাই সহমত।
চীৎকার করে বলি আমি অপরাধী,
তবুও ছাড়েনা পিছু ক্ষমতার ব্যাধি!