পাগলিটা যে গর্ভবতী,
খোঁজ নিয়েছি নেই তাঁর পতি।
কে করল তাঁর এমন ক্ষতি?
কে ভাবে আজ কি তাঁর গতি?


কোন পশুতে করল এমন?
অমানুষ নয় যেমন তেমন!
পাগলিটা কি করবে এখন?
তিন কূলে তাঁর কেউ না আপন!


ঝড় বৃষ্টির আঁধার রাতে,
আশ্রয় নিল গাছ তলাতে।
হিংস্রতর হিংস্র হতে,
করল এমন যে তাঁর সাথে।


আমরা সভ্য মানুষ জাতি,
এই আমাদের অগ্রগতি!
পাগলিটারও করছি ক্ষতি!
কি হবে এর পরিণতি?