ঘসে মেজে দেহ টাকে
মনি মুক্তোয় মুড়ে রেখে
কি লাভ হবে হায়,
সেইতো মাটির দেহ
মাটির সাথেই মিশে যায়।


শ্বেত পাথরের গড়লে বাড়ি
কোটি টাকার চড়লে গাড়ি
কি লাভ হল হায়,
খাটিয়াতেই চড়ে যদি
শেষ যাত্রা হয়।


কত সালাম প্রণাম মেলে
সম্মুখে কি সুনাম বলে
কি লাভ তাতে হায়,
চোখের আড়াল হলে যদি
অভিশাপই দেয়।


কত নিরাপত্তায় ঘেরা
হাজার আপন জনে ভরা
কি লাভ পেলে হায়,
আসার বেলায় একলা সবাই
একলাই যেতে হয়।