রোজ রাত্রে পার্টি সেরে
মাতাল হয়ে ঘরে ফিরে,
নেশার ঘোরে দায়িত্ববোধ
শাসন করে যারে তাঁরে।


এলকোহলের আষ্টে গন্ধে
যাচ্ছে ভুগে দ্বিধা দন্ধে,
ঘর হয়ে যায় কুরুক্ষেত্র
আবার নাচে মহানন্দে।


অফিস জুড়ে ফাসুর ফুসুর
চাকরী দিছে মামা শ্বশুর,
এক আধটু মদ গেলে তা
জানত বউয়ের বড় ভাসুর।


নিজে অসৎ অসৎ সঙ্গ
জেগে জেগে স্বপ্ন ভঙ্গ,
সভ্যতাতে পর্দা টেনে
খুশী মনে হয় উলঙ্গ।


প্রতিদিনের ব্যর্থ প্রয়াস
গন্ধ ছড়ায় বেঁচে সুবাস,
হাজার শ্রমের বিনিময়ে
ভয়ের বিনিময়ে সাহস।


এমনি নিয়ম নিত্যদিনের
মাতাল সকল পদক্ষেপের,
দিনের শেষে ঘরে ফিরে
শাসন করা আবার তাদের।