শ্রেষ্ঠ জ্যোতিষ্ক সর্বদা জ্বলমান,
দর্শনে ব্যথা দূর তৃষ্ণার অবসান।
স্বর্গাপ্সরী তাঁর নেই পার্থক্য,
নিষ্পাপ দৃষ্টি মেধা পরিপক্ব।


তাকে নিয়ে প্রকৃতির প্রলোভন সংঘাত,
মৃদু সংস্পর্শে বিপত্তির উৎখাত।
মমতায় মহিমায় শেষ সংঘর্ষ,
উদাত্ত আহ্বানে সাধন উৎকর্ষ।


অসাধ্য সাধনে স্বীয় প্রতিপাদ্য,
ভঙ্গিমায় বলনে সুধা সাচ্ছন্দ্য।
লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞ প্রত্যয়,
অনন্ত মায়াময় দুর্বার দুর্জয়।


প্রতিটি নিঃশ্বাসে পুষ্পের সম্ভার,
অন্যায় অপরাধ দর্শনে পরিহার।
যন্ত্রণা নেই তাঁর খুশী চিরসম্বল,
উজ্জ্বল হাসিমুখ আনন্দে বিহ্বল।


অনটনে ধরাধাম হলে সংকীর্ণ,
তখনও অকুণ্ঠ প্রাণ বিস্তীর্ণ।
হয়েছে পদার্পণ মহাকাশ ভেদিয়া,
পার্থিব কল্যাণে বশীভূত সানিয়া।