সমাজের নিবেদন রীতিনীতি অচেতন,
মান নির্ণয় নিয়ে বানিজ্যে গুরুজন।
হতাশা চিন্তায় পুঁথিগত বিদ্যায়,
নির্বাক চেয়ে থাকা অপলক বিস্ময়।


বুদ্ধি দীপ্ত বিফলে ক্ষিপ্ত,
ভ্রান্ত চেতনায় মেধা বিলুপ্ত।
যার নাই দীক্ষা সে দেয় শিক্ষা,
সনদের বোঝা ঘাড়ে করে যায় ভিক্ষা।


অর্থে যোগ্য হোক সে অজ্ঞ,
পূজনীয় আসনে সেই উপভোগ্য।
তেলবাজি পথ্য উলঙ্গ সত্য,
কুৎসিত আবরণে যেন এক ভৃত্য।


প্রখরতা অম্লান মেধা করে সন্ধান,
তীর্থের কাক হয়ে জ্ঞানের প্রস্থান।
প্রতিবাদ অন্যায় রক্তের বন্যায়,
ভেসে যায় মস্তক ভুলক্রমে বলে হায়!


আজ ব্যক্তিত্ব দামী অতিরিক্ত,
ভাঙ্গা মান দণ্ডের দুটি হাত রিক্ত।
মূর্খ নিরিক্ষা পদতলে শিক্ষা,
ডাস্টবিনে পড়ে থাকা মেধা চায় ভিক্ষা।