এই কাঁদা এই হাসা,
এর নাম ভালোবাসা।
এই কাছে এই দূরে,
দুঃখ আপন করে!


এই যাওয়া এই আসা,
নড়বড়ে বাঁধা বাসা।
আঁধারেই জ্বলে আলো,
রঙিন বা সাদাকালো।


পথ চেয়ে বসে থাকা,
নানা রঙে স্মৃতি আঁকা।
পথ হারা পাখীদের,
নীড় খুঁজে পাওয়া ফের।


ধ্রুবতারা ওই জ্বলে,
কল্পনা কথা বলে।
জোসনার লুকোচুরি,
চাঁদ বলে লাজে মরি!


আশা থাকে অফুরান,
পাখী তাই গায় গান।
কান্না চেপে হাসা
নেপথ্যে ভালোবাসা।