দরিদ্র এক কৃষক ছিল করত গাভী পালন,
সে গাভীর দুধে তৈরী হত কিছু দধী মাখন।
বেঁচে দিত দূর শহরের সুপার শপে নিয়ে,
বিনিময়ে চিনি আটা দিত তাকে দিয়ে।


এক কেজি ওজনের ছিল তার প্রতি পিস মাখন,
নয়শো গ্রামের বেশী হয়না মাপে একদিন যখন।
মান অপমান করল অনেক গালি দিল শত,
ওজনে কম দেবার সাজা ছিল হাতে যত।


ওজনে কম দেয় যে তাকে দেখতে আর চাই না,
দূর দূর করে তাড়িয়ে দিল করল কি ভৎসনা।
এতটা দিন ধরে আমায় এমনি ঠকিয়েছো,
অপরাধের চেয়ে অনেক কম সাজা পেয়েছো।


কৃষক কেঁদে বলল সাহেব সত্য বলে যাই,
এই গরীবের ওজন করার বাটখারা তো নাই।
আপনার দেয়া চিনির প্যাকেট একটা পাশে দিয়ে,
তাতেই ওজন করে মাখন রোজই আসি নিয়ে!


সাজা যারা দিল তাঁরা বলল একি হায়,
শুধু শুধু শাস্তি দিলাম দোষ তো তাহার নয়!
সুপার শপের মালিক বলে সব ভুলে যাও ভাই,
তুমিও নয়শো আমিও নয়শো ব্যবসা করে যাই।