আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিংবা ভূমিকম্প,
যাক হয়ে যাক শেষ হবে না তোমার আমার গল্প।
প্রলয়ঙ্করী ধ্বংসলীলা আসে যদি আসুক না,
ওই চোখে চোখ রেখে করে যাবো প্রেমের জল্পনা।


পারমানবিক বিস্ফোরণের ভয় নেই এই অন্তরে,
ভালোবাসার অশেষ সাহস অফুরান প্রানের ঘরে।
দাবানলে জ্বলে জ্বলুক বন বাদাড় এই পৃথিবী,
গহীন আঁধার নামে নামুক নাইবা উদয় হোক রবি।


গ্রহ তারা খসে পড়ুক ভ্রম্মান্ড হোক ধূলিসাৎ,
বিধ্বংসী সে মুহূর্তেও ছাড়বোনা ছাড়বোনা হাত।
পৃথিবীর সব দুঃখ কষ্ট আসতে চাইলে আসুক না,
মধুর প্রেমের ছোঁয়া দিয়ে ভুলিয়ে দেবো যন্ত্রণা।


চলার পথে আসে আসুক পাহাড় সমান বিপত্তি,
অভয় দিচ্ছি দেখিয়ে দেবো খাঁটি প্রেমের কি শক্তি।
সব ভীতি ভয় একত্রিত হয়ে করুক আস্ফালন,
অক্ষত রাখবে আমাদের প্রেমের তড়িৎ সঞ্চালন।


ভুবনের সব রাগ আর ক্রোধের একসাথে হোক আক্রমন,
সবই বিলীন হয়ে যাবে জাগলে প্রেমের শিহরণ।
এই পৃথিবীর সকল হাসির সকল খুশীর ভান্ডারে,
অমর হয়ে ভালোবাসার ঢেউ খেলে দুই অন্তরে।