ওদের আছে বেঁচে থাকার ন্যায্য অধিকার,
অপরাধ করলে আইনে আছে সঠিক সুবিচার।
অন্যায় করার পেছনে আছে সুনির্দিষ্ট কারণ,
শিশুকাল থেকে শিখে এসেছে করেনি কেহ বারণ।


বৈধ পথে চলতে হবে শেখায়নি কেউ তাকে,
নিজের হাতে গড়েছে কেউ ছায়াতলে পুষে রেখে।
উৎসাহ আর প্রেরণা পেয়ে বিষ তুলেছে হাতে,
সমাজের অনেক রাঘব বোয়াল জড়িত রয়েছে তাতে।


পুনর্বাসন প্রয়োজন ছিল না বোঝার ভান করে,
এক ধরণের অসুস্থতায় নিত্য যারা মরে।
পাখির মত গুলি করে করলে তাদের বিদায়,
আসল অপরাধীর প্রতি আইন হলে সদয়।


শেষ হবে কি সমাজ হতে মাদক অপরাধ?
আইন যেন করছে শুধু বিপক্ষ বরবাদ!
রুই কাতলা পুষে রেখে মারলে চুনো পুঁটি,
লাভ কি হবে আইন নিয়ে করলে ছোটাছুটি?


আইন যদি নাইবা দিল অপরাধীর সাজা,
সুকৌশলে মারল যদি নিরপরাধ প্রজা।
দুর্নীতি এই সমাজ হতে কেমনে দূর হবে?
ঘরে ঘরে অপরাধী আবার জন্ম নেবে!